দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ১লা ডিসেম্বর শহীদ রবিউল আউয়ালের ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহীদ রবিউল স্মৃতি সংসদ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে পুষ্পস্তবক অর্পন ও দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় মাসদাইর সিটি কবরস্থানে শহীদ রবিউলের কবরে পুষ্পস্তবক অর্পন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, দপ্তর সম্পাদক ইসমাইল মিয়া, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু,
মহানগর সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম আহবায়ক মনির মল্লিক, খালেদ মাসুদ, ওমর ফারুক, সেলিম, রফিকুল ইসলাম, মনির, সাকিল, জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর এরশাদ সারা দেশে জরুরী অবস্থা ঘোষণা করে। এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের আপামর জনতা, ছাত্র ও শ্রমিকরা প্রতিদিন বিক্ষোভ মিছিল বের করে। এরই ধারাবাহিকতায় ঐ বছরের ১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় পুলিশ শহরের ২ নং রেল গেটের কাছে মিছিলে গুলি করে। গুলিতে মিছিলের অগ্রভাগের দর্জি শ্রমিক রবিউল আহত হলে সে মারা যায়।