দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনে খালেদ হায়দার খান কাজল সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ২৩টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে কার্যকরি পরিষদের সহ-সভাপতি-৪ জন, যুগ্ম সম্পাদক-০২ জন, সাধারন সদস্য ৮জন আর আজীবন সদস্য পদে ২ জন নির্বাচিত হয়েছেন।
এবার পদপদবি বিন্যাসে সহ সভাপতি পদে আসীন হয়েছেন, সহ-সভাপতি পদে কুতুব উদ্দিন আকসির, আলী নুর, কাশেম জামাল, কাশেম হুমায়ন, আর সাধারণ সম্পাদক পদে নিজের পারদর্শীতা ও সফলতার কারনে পুনরায় নির্বাচিত হয়েছেন খালেদ হায়দার খান কাজল।
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফারুক বিন ইউসুফ পাপ্পু ও মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), অর্থ সম্পাদক পদে জাফর উল্লাহ খান চেঙ্গীস, শ্যূটিং বিভাগের সম্পাদক পদে কাজী ইমরুল কায়েস, সম্পাদক-সাহিত্য ও সংস্কৃতি বিভাগ চন্দন শীল, সম্পাদক-বিনোদন বিভাগ মোঃ লিয়াকত আলী, সম্পাদক-খেলাধূলা বিভাগ ইমতিনান ওসমান, সম্পাদক-মহিলা বিভাগ আলেয়া সারোয়ার, সাধারণ সদস্য সাইদুর রহমান বাচ্চা, মোঃ এহসানুল হাসান নিপু, মোঃ মাসুম পারভেজ, আলী আকরাম তারেক, মোস্তফা কামাল, আশিকুর রহমান, অংকন চন্দ্র সাহা, প্রফেসর অধ্যক্ষ শিরিন বেগম, আজীবন সদস্য পদেে মাঃ নুরুজ্জামান ও আমিনুর রশীদ।
উল্লেখ, খালেদ হায়দার খান কাজল এর পিতা গোলাম রব্বানী খান জাতীয় শুটিং উন্নয়নে ১৯৫০ সালে রাইফেল ক্লাব প্রতিষ্ঠা করেন এবং তার ইন্তেকালের পর জাতীয় শুটার মরহুম জালালউদ্দিন আহমেদ তার ধারাবাহিকতায় শুটিং উন্নয়নে কাজ করেন। পরবর্তীকালে জালালুদ্দিন আহমেদ এর ইন্তেকালের পর বেশ কয়েকজন সাধারন সম্পাদক দীর্ঘকাল আসলেও শুটিং এ আদতে তেমন উন্নয়ন হয়নি।
কাজল প্রথম মেয়াদে নির্বাচিত হওয়ার পরই ক্লাব তার পুরোনো চেহারা ফিরে পায়। তিনি নিজেও ছিলেন জাতীয় শুটার যার জয়ের ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় ও আর্ন্তজাতিক পদক। এছাড়াও নির্বাচিত হওয়ার পর জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশীপ এ স্বর্ণ পদক, রৌপ্য পদক ,ব্রোঞ্জ সহ আর্ন্তজাতিক পরিমন্ডলে সাফ গেমস্, এশিয়ান গেমসেও রাইফেল ক্লাবের শুটিং খেলোয়াররা ধারাবাহিক সাফল্য রাখতে সক্ষম হন। খালেদ হায়দার খান কাজলের ৩য় মেয়াদে নির্বাচিত হওয়ার মুলমন্ত্র হিসাবে গন্য করছে সবাই।