দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সকল নাগরিকের সমমান অধিকার সম নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শরীফ মোহাম্মাদ আরিফ মিহিরের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) রেবেকা সুলতানা বলেন, দেশের সকল ক্ষেত্রেই যত বড় বড় অবদান রয়েছে,সাফল্য বয়ে এনেছে তারা সকলেই বেশির ভাগ নিম্মবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষ। তাই সকলের উচিত সকল কাজকে সমান চোখে দেখা। সকলকে পরিশ্রম করতে হবে যাতে করে সাফল্য দিকে এগিয়ে যাওয়া যায়।
এসময় শীর্ষক সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) রেবেকা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি হোসনেআরা বাবলী, জেলা পাবলিক প্রসিকিউটর ( পিপি ) ওয়াজেদ আলী খোকন,
সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, রনজিৎ মন্ডল, প্রদ্বীপ কুমার সাহা, জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার আনোয়ার ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।