দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধানের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টায় কালিবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এ সময় সাগর প্রধানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলো, মহানগর যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, তরিকুল ইসলাম, মঞ্জুর হোসেন মঞ্জু, জাকির হোসেন, সম্রাট হোসেন সুজন, রিকসন, ফকরুল হাসান, ওয়াসিম, সানাউল্লাহ, মহানগর ছাত্রদল নেতা মোঃ শাকিল, রোমান, আল আমিন প্রমুখ।