দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেছেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মেয়র আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দলের দায়িত্ব পালন করছেন।
সোমবার(৪ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে নিজে উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে আগামী ৮ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিন ধার্য করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ‘হিন্দু লাইভস মেটার’ (HINDU LIVES MATTER) নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন কানাডা প্রবাসী প্রদীপ কুমার দাস। আইভীর দায়েরকৃত মামলায় এই প্রবাসীকেও আসামী করা হয়েছে।
এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা গণমাধ্যমকে জানান, ‘আমার বিরুদ্ধে আইভী একটি মামলা দায়ের করেছেন বলে লোকমুখে জানতে পেরেছি। তবে এখনো মামলার নথি হাতে পাইনি। অপরদিকে মামলা দায়ের প্রসঙ্গে মেয়র আইভীর কোন বক্তব্য পাওয়া যায়নি।