দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম ও তার স্ত্রীর সুস্থতা কামনায় মহানগর আওতাধীন প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২২ জানুয়ারী) বাদ জুম্মা, বাদ আছর, বাদ মাগরিব ও বাদ এশা ধারাবাহিকতার সহিত এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৭টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত উদ্যোগে দোয়ার আয়োজন করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কালাম দম্পতির সুস্থতা কামনা করে পোষ্ট দেন।
এদিকে শুক্রবার বাদ জুম্মা সিটি কর্পোরেশনের ১১ থেকে ১৮ ও ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে কালাম দম্পতির সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেন বিএনপির ও অঙ্গ সংগঠন গুলোর নেতা এবং কর্মীরা। এছাড়াও আলীরটেক, গোগনগর, বন্দর কলাগাছিয়া, মুছাপুর, ধামগর, ও মদনপুর ইউনিয়নের সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এ সকল ওয়ার্ড ও ইউনিয়নে দোয়ার আয়োজন করেন,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, হাজী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার,
আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, মহানগর বিএনপি নেতা সুলতান আহম্মেদ, হান্নান সরকার, আব্দুর রহমান, সৈয়দ হোসেন, নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, শওকত হোসেন লিটন, ফেরদৌসুর রহমান, হাজী মনির হোসেন, সফিউদ্দিন সোহেল, হারুন শেখ, সাইফুল ইসলাম বাবু, হাবিবুর রহমান মিঠু, মনির হোসেন মুকুল, আবুল কাশেম, আল মামুন, শহীদ মেম্বার, জজ মিয়া, আনছার আলী,
আব্দুল মতিন, হুমায়ুন কবির বুলবুল, নেছার উদ্দিন, কামরুল হাসান ছাউদ চুন্নু, পনির হোসেন, রোমান হোসেন, মেজবাহ উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আরাফাত চৌধুরী, মেহেদী হাসান, নাছির, কাউছার,সহিদ, দুলাল, মোস্তফা, মামুন, রামু, অজিৎ দাস, শ্যামল, মসাছুম নাছির, টিপু। এছাড়াও মহানগর সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎসজীবি দল ও গামেন্টর্স শ্রমিক দলের উদ্যোগে মিলাদ দোয়ার আয়োজন করা হয়।
এদিকে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা বলেন, আমার বাবা ও মা দু’জনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থতা কামনায় যারা মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন।
আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানা নেই। তবুও আপনাদের ভালবাসার বর্হি প্রকাশ আমাদের চিরঋৃণী করে রাখলো। আপনাদের দোয়া ও ভালবাসাই আমার বাবা সুস্থ্য হয়ে আপনাদের মাঝে ফিরে আসবে ইনসাল্লাহ।