দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জে স্থাপন করার ঘোষনা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের প্রতি কতৃজ্ঞতা ও অভিনন্দন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় শহরে।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি।
বাংলাদেশ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি নূর আলম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি নাসিক ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন,শামীম ভাই নারায়ণগঞ্জ কে সুন্দর করে সাজাবেন। আমাদের সকলের জন্য সুন্দর করে সাজাবেন।
আর সেই জন্যই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।জাতির জনকের হত্যাকারীর ষড়যন্ত্রকারীর মানচিত্রে এখনো জিয়ার ছবি আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় জিয়ার ছবি আমরা চাই না।আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের ১৮ কোটি মানুষের কথা রাখবেন।
তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তাদের শাস্তি দাবী করে বলেন,বঙ্গবন্ধুর এক আঙুলের ইশারায় বাংলাদেশ স্বাধীন হয়েছে।তার এক আঙুলের কেনো ভেঙে ফেলা হলো তার বিচার চাই।এবং যে ভেঙেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি।যারা হাত ভেঙেছে তাদের হাত সকলের সামনে ভেঙে চুরমার করা হোক।
অনুষ্ঠানটি সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোলেমান হোসেন রনি,বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ,সাধারন সম্পাদক মাকসুদুর রহমান দিপু,সহ-সভাপতি আবুল কালাম আজাদ,শফিকুল ইসলাম,রফিকুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান,সুমি আক্তার প্রমূখ।