দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বে-আইনি লে অফ প্রত্যাহার করে কারখানা খুলে দাও ও শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শহরে গার্মেন্টস শ্রমিকদের মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (৩ জানুয়ারি)সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ইস্কয়ার সোয়েটাস লিঃ এর শ্রমিকদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধনটি।
মানববন্ধনে আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়াকার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃশাহাদাত হোসেন সেন্টু বলেন, আজকে যারা উচ্চবিত্ত পরিবার তারা থার্টি ফাস্ট নাইট করে কিন্তু আমার শ্রমিকদের বছরের প্রথম দিন গার্মেন্টস কাজ করে দিন শুরু হয়েছে।আমার শ্রমিকেরা নিজের জিবনকে বাজি রেখে দেশের অর্থনীতি চাকা সচল রেখে কাজ করে যাচ্ছে।
আমরা কয়েক বছর ধরে দেখছি তাদের কর্ম ১০ ঘন্টা পালন করছে। অপারেটর যারা তাদের সকাল ৭ টা থেকে কাজ করতে হচ্ছে। কিন্তু তাদের কোন ওভারটাইম দেওয়া হচ্ছে না। আমার শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে যখন রাজপথে নামলো তাদের বুঝিয়ে গার্মেন্টস ফেরানো হলো কিন্তু আমার শ্রমিকেরা যখন বললো তাদের অতিরিক্ত কাজের ওভারটাইম দিতে হবে। কিন্তু আপনেরা রাজি হচ্ছেন না।
শ্রমিকেরা দুই ঘন্টা ছাড় দিয়েছিলো কিন্তু আজকে এই ছাড় স্বরুপ আমার শ্রমিকদের রক্ত ঝরানো হলো। গত ১৭ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর বসলাম ফেডারেশনের অন্তভূক্ত শ্রমিক যারা তারা ৭ টার পর কাজ করলে ওভারটাইম দিতে হবে চুক্তি হলো কিন্তু প্রতিষ্ঠানের মালিকের ভাই সেলিম সিকদার চুক্তিনামায় সাক্ষর না করে পালিয়ে গেলো আমরা বললাম চুক্তিনামা না হওয়া পর্যন্ত আমরা যাবো না। তখন কলকারখানা অধিদপ্তর দায়িত্ব নিলো। পুলিশ সুপার কলকারখানা অধিদপ্তর ও বিকেইএম কে দায়িত্ব দেওয়া হলো তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ নেবার জন্য। যদি তারা কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা শ্রমিকেরা রাজপথে নামবো শ্রমিকদের দাবী আদায়ে।
দরকার হলে রাজপথে আমরা রক্ত ঝড়াবো। গতকাল নেক্কারজনক যে ঘটনা ঘটেছে সোহেলের উপর হামলা হয়েছে।আমার শ্রমিকদের উপর রড, লাঠিসোটা নিয়ে হামলা করেছেন তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করেন। আমরা আর কিন্তু কাউকে ছাড় দিবো না। তাই বলবো ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়াকার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক কবির হোসেন রাজু বলেন, শ্রমিকদের দাবী আদায়ে আমাদের এই কার্যক্রম।যদি এটা আমাদের অপরাধ হয় তাহলে আমরা বারবার এই অপরাধ করতে রাজি।
আমাদের নবীজি বলে গেছেন শ্রমিকেরা ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও।এই মালিক মালিক না। উনি হলো সন্ত্রাসী,তা না হলে শ্রমিক সোহেলকে মারতো না।নারী শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতো না।শ্রমিকদের মারামারির কথা চিন্তা করবেন না।আসুন রাস্তায় মারামারির করবো।এখন থেকে মার খাওয়া চলবে না।আঘাত করলে পাল্টা আঘাত করা হবে।পলাশ ভাই বলেছেন শ্রমিকদের যারা মারে তারা আমার শ্রমিক না।
তাই যারা আমার শ্রমিক মারার চেষ্টা করবেন আমরা তার পাল্টা জবাব দেব। মানববন্ধনে ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়াকার্স নারায়ণগঞ্জ জেলা কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক লিটন সরদার, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম, মোজ্জামেল হোসেন সহ ইস্কয়ার সোয়েটাস লিঃ এর শ্রমিকরা।