দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান জাহিন স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১টায় আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় অবস্থিত ওই মিলে এ অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৩-৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।খবর পাওয়া যায় আগুনে কোন হতাহত হয়নি। তবে প্রাথমিকভাবে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই মিলের মালিক পক্ষ। জাহিন স্পিনিং মিলের মালিক মাহমুদুর রহমান সুমন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত সংবাদ মাধ্যমকে জানান,সুতা উৎপাদনের মেশিন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়েছে। পরে কারখানাটির আশপাশের সুতা ও তুলার গুদামে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে গেলে মেশিনেরও ব্যাপকভাবে ক্ষতি হয়।
আতঙ্কিত শ্রমিকদের কারখানা কর্তৃপক্ষ নিরাপদে সরিয়ে আনে।খবর পেয়ে আড়াইহাজাড়, সোনারগাঁও, মাধবদী ও কাঞ্চান থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় ৩-৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হ্েছ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসকে সহায়তা এবং মিলের ভেতর থেকে যাতে কেউ কিছু নিয়ে যেতে না পারে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।