দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে দায়িত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপি।
শুক্রবার (২৯ জানুয়ারী) এক বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু নিন্দা জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামী লীগ অবৈধ ভাবে ক্ষমতাকে ধরে রাখার জন্য দেশের মানুষের ভোটাধিকার হরন করে নিয়েছে। এখন তাদের সেই অবৈধ কর্মকান্ড আদালতপাড়ায়ও বিস্তার করেছে। ২৮ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সেই ক্ষমতার অপব্যবহার করার সময় সাংবাদিকরা দেখে ফেলে।
সেই অপরাধে আওয়ামী সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করেছে। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। সেই সাথে এই ঘটনায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।