দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, গলাচিপার কৃতি সন্তান, গলাচিপা জামে মসজিদ কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের প্রাক্তন সদস্য মরহুম সিদ্দিকুর রহমানের বৃহস্পতিবার প্রথম মৃত্যু বার্ষিকী।
প্রয়াত এই ব্যক্তির মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। সেই সাথে পারিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তার রুহের মাগফেরাত জন্য সকলের কাছে কামনা করা হয়েছে।
মৃত্যুর এক বছর পার হলেও তার শুন্যতা অনুভব করেন তার সহচররা। কর্মক্ষেত্র থেকে শুরু সামাজিক সেবা মূলক সংগঠনে তার অভাব এখনও পুরণ হবার নয়। চাকরী জীবনে ডলফিন সল্ট কোম্পানীতে পরিচালক হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন।
এ বিষয়ে ডলফিন সল্ট কোম্পানীর কর্ণধার ওয়াদুদ হাজী বলেন, প্রয়াত সিদ্দিকুর রহমান ছিলেন সাদা মনের মানুষ। অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে নিজের অবস্থান থেকে আমার প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করে গেছেন। তার অভাব কখনই পুরণ হবার নয়। আমি মহান রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি।
এ বিষয়ে গলাচিপা জামে মসজিদের মোতাওয়াল্লী মোহাম্মদ গোলাম রসূল রফিক বলেন, ভাল মানুষ ছিলেন তিনি। মসজিদের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রেখেছেন। তার পরামর্শ ছিলো সময় উপযোগী, তিনি যা বলতেন তা বাস্তবতাকে সামনে রেখে বলতেন। তার সেই পরামর্শ গুলো আমাদের এখনও অনুপ্রেরনা যোগায়। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাকে জান্নাতবাসী করেন।
উল্লেখ্য, প্রয়াত সিদ্দিকুর রহমান ছিলেন ৪৩/২ কলেজ রোড গলাচিপা এলাকার মৃত: আসাদ আলী সরদারের তৃতীয় পুত্র। তিনি ১৯৩৮ সালের জন্মগ্রহন করেন। গত বছরের ২১ জানুয়ারী কিডনী জটিলতার কারনে মৃত্যূবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।