দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনাভাইরাসের প্রতিষেধক কোভিশিল্ড টিকা (ভ্যাক্সিন) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(র্যাব-১১)শাহ মোহাম্মদ মশিউর রহমান।
শনিবার(২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতাল থেকে এ টিকা গ্রহন করেন সহধর্মিণী সহ।
কোভিশিল্ড গ্রহন শেষে শাহ মোহাম্মদ মশিউর রহমান বলেন,করোনার ভ্যাক্সিন গ্রহন করে ভালোই লাগছে।আজকে নিয়ে আমাদের র্যাব-১১ থেকে এই পর্যন্ত ৪৪ জন কর্মকর্তা এই টিকা গ্রহন করেছে।এখনো পর্যন্ত খারাপ কিছু হয়নি।আর যেহেতু আমাদের মহামারি করোনা মোকাবেলা করতে হবে তাই সবাইকে এই ভ্যাক্সিন গ্রহন করা উচিত।এখানে ভয় পাবার কিছু নাই।
তিনি সাধারণ মানুষদের করোনার ভ্যাক্সিন গ্রহনের আহবান জানিয়ে বলেন,সাধারণ জনগনকে আহবান জানাবো তারা যেনো স্বতঃস্ফূর্তভাবে এই করোনা ভ্যাক্সিন গ্রহনে অংশগ্রহণ করে যেনো।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(র্যাব-১১)শাহ মোহাম্মদ মশিউর রহমানের সহধর্মিণী কামরুন নাহার,র্যাব-১১ মেডিকেল সহকারী মেডিকেল অফিসার মোঃআনোয়ার হোসেন, কন্সটেবল শাহান আলী।