দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ছয়দিন ব্যাপী খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এর বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
শনিবার ১৩ ফেব্রুয়ারী থেকে বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
নগরীর পাইকপাড়াস্থ নয়াপাড়া খানকায়ে চিশতীয়া মঞ্জিলে এ আয়োজন করা হয়।
ওরশ মোবারক পরিচালনা করেন এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু আর ওরশ মোবারকের আয়োজন করেন বিদিশা ফাউন্ডেশনের মহাসচিব এ্যাড. কাজী রুবায়েত হাসান(সাঈম)।
ছয়দিন ব্যাপী অনুষ্ঠিত ওরশ মোবারকের প্রথম দিনে খতমে কোরআন, ফাতেহা শরীফ পাঠ ও তবারক বিতরণ, ২য় দিনে খাজা মঈনুদ্দিন চিশতী (রহঃ) এর জীবনীর উপর আলোচনা, ফাতেহা শরীফ পাঠ, কাওয়ালী পরিবেশন ও তবারক বিতরণ, ৩য় দিনে ফাতেহা শরীফ পাঠ, হালকায়ে জিকির ও তবারক বিতরণ,
৪র্থ দিনে ফাতেহা শরীফ পাঠ, কাওয়ালী পরিবেশন ও তবারক বিতরণ, ৫ম দিনে ফাতেহা শরীফ পাঠ, সুফীবাদ ও তরিকা নিয়ে আলোচনা, হালকায়ে জিকির ও তবারক বিতরণ, ৬ষ্ঠ দিনে ফাতেহা শরীফ পাঠ, ধর্মীয় আলোচনা, আখেরী মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
প্রতিদিন বাদ এশা এ আয়োজন করা হয়।
এ সময় ধারাবাহিকতার সহিত উপস্থিত ছিলেন, বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা এরশাদ, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ, বুয়েটের ডেপুটি কন্ট্রোলার সজীবুর রহমান, ফারুক হোসেন আল কাদরী লিটন হাসান, অধ্যাপক আলী ইসমাইল বিপ্লব, এ্যাড. আনোয়ার প্রধান, পারভেজ মল্লিক সহ অন্যান্য অতিথি বৃন্দ।