দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা শাখার- “দ্রুত বিচার করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে”।
বিষয়ক লিফলেট বিতরণ ও পোস্টারিং কার্যক্রম বৃহস্পতিবার (১৮ই ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময় উদ্বোধন করেন জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী।
সংগঠনের সাবেক সভাপতি, নারী আন্দোলনসহ সকল প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হেনা দাসের কর্মস্থল নারায়ণগঞ্জ গার্লস স্কুল ও কলেজে লিফলেট বিতরণ ও পোষ্টারিং -এর মাধ্যমে এ কর্মসুচী শুরু হয় এবং সংগঠন কার্যালয়,
আইন কলেজ, হোসিয়ারী সমিতি, অফিসার্স ক্লাব, বুলবুল ললিতকলা একাডেমী, মেট্রোহল ও আমলাপাড়া মোড় প্রভৃতি স্থানে পোষ্টারিং ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য সুমী সরকার। পর্যায়ক্রমে শহরের সকল গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসুচী পালন করা হবে।