দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সভাপতি শহীদুল্লাহ রাসেল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে শহরের চাষাঢ়া এলাকার মেলা ফুড জোনে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির প্রথম সভায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন সজীব, সহ সভাপতি এম আর জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বির হক শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান,
সহ সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জনি গোপ, সহ কোষাধ্যক্ষ গাফ্ফার হোসেন লিটন, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন।
এছাড়া কার্যকরি সদস্য হিসেবে রয়েছেন শেখ মনির হোসেন, রফিকুল্লাহ রিপন, সোহেল আহমেদ ও অজিত চন্দ্র পাল এবং সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মোজাম্মেল হোসেন লিটন, শরিফুল ইসলাম সুমন ও সাইফুল ইসলাম সায়েম।
সভায় অতীতের সকল ভুল ভ্রান্তি সংশোধন করে ভবিষ্যতে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর আগে গত ৫ ফেব্রুয়ারী উৎসবমুখর আমেজের মধ্যে দিয়ে ৫টি পদে নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।