দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিগত দিনে সরকার পতন আন্দোলন সংগ্রামের ব্যর্থতাকে মাথায় রেখে বিএনপির সহযোগী সংগঠনগুলোকে সাজাঁতে ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের কমিটি গুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।
যার ফলশ্রুতিতে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী যুবদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করেছেন। সেই সাথে নতুন ও পুরানতের মিশ্রনে আহবায়ক কমিটি ঘোষণার উদ্যোগ গ্রহন করেছেন তারা। সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের মধ্যেই ৩১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
এদিকে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটিতে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত, মামলা হামলার শিকার ও ক্ষমতাশীনদের সাথে আতাঁত বিহীন প্রকৃত নেতাদের হাতেই মহানগর যুবদলের দায়িত্ব প্রদান করা হবে বলে জানা যায়।
এবারের কমিটিতে আলোচনা রয়েছেন, মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিলুপ্তি কমিটির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের বিলুপ্তি কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, মহানগর যুবদলের বিলুপ্তি কমিটির সহ-সভাপতি নাজমুল হক রানা, মহানগর যুবদলের বিলুপ্তি কমিটির সহ-সভাপতি আলী আহম্মেদ,
মহানগর যুবদলের বিলুপ্তি কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর প্রধান, মহানগর যুবদলের বিলুপ্তি কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রশু, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা জুয়েল প্রধান, শহীদুল ইসলাম।
সেই সাথে কমিটিতে স্থান পাবে নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতৃবৃন্দরা।
আর কমিটি থেকে বাদ পরছে মহানগর যুবদলের বিলুপ্তি কমিটির সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ আরো অনেকেই।
বিগত দিনে মহানগর যুবদলের কমিটি নিয়ে রয়েছে নানা আলোচনা ও সমালোচনা। যেখানে সাবেক কমিটির সভাপতির বিরুদ্ধে একছত্র কায়েম সহ ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করার অভিযোগ উঠেছে। যার ফলশ্রুতিতে এবারের কমিটিতে মহানগর আওতাধীন প্রতিটি ইউনিটের ত্যাগী নেতাদের নিয়ে সাজানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন দেখার বিষয় মহানগর যুবদলে ত্যাগী নেতাদের কতটুকু মূল্যায়ন করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন আহবায়ক কমিটি থাকার পর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ২০১৮ সালের ১৯ অক্টোবর ২শ ১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যে কমিটি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটি সাজাতে কাজ হাতে নিয়েছেন তারা।