দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: অমর একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
রোববার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কুর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারী সমতিরি সামনে জড়ো হতে শুরু করেন।
পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মুল ব্যানারের সাথে যোগদান করে শহীদ মিনারের উদ্দেশ্যে রউনা হয়। মহানগর বিএনপির নেতৃবৃন্দদের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন শেষ করার পর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাসিব, রাজু হোসেন রাজু, সহ-প্রশিক্ণস বিষয়ক সম্পাদক জাহিদ প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা কায়ুম, রিয়াদ, ফজলু, আলামিন জুয়েল প্রমূখ।