দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: রুপগঞ্জে গ্যাস কন্ট্রাকটর শাহীনের কাছে চাঁদা না পেয়ে মারধরের অভিযোগ উঠেছে একরাম নামের এক যুবকের বিরুদ্ধে।
রোববার (৭ মার্চ) উপজেলার যাত্রামুড়া তিতাস গ্যাস অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পরে যাত্রামুড়া তিতাস গ্যাস অফিসের প্রকৌশলী মেজবা রহমানের সহযোগীতায় চাঁদাবাজ একরামকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত একরাম বন্দর থানাধীন মদনপুর এলাকার চাঁন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্যাস কন্ট্রাকটর শাহীনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে একরাম। পরে চাঁদা না পেয়ে যাত্রামুড়া তিতাস গ্যাস অফিসের সামনে শাহীনকে পেয়ে মারধর করে একরাম।
পরে অফিসের সিকিউরিটি গার্ডের সহযোগীতায় একরামকে আটক করে গ্যাস অফিসের প্রকৌশলী মেজবা রহমানের কাছে বিষয়টি অবগত করা হয়।
পরে প্রকৌশলী মেজবা রহমান রুপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে একরামকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয় যাত্রামুড়া তিতাস গ্যাস অফিসের প্রকৌশলী মেজবা রহমান বলেন, রোববার আমার অফিসের সামনে এই ঘটনাটি ঘটে। পরে আমি বিষয়টি জানার পর অভিযুক্ত একরামকে পুলিশে সোপর্দ করেছি। কারন আমার অফিসের সামনে এই ধরনের ঘটনা আমি মেনে নিবো না। কারন সরকার আমাকে এখানে গ্রাহকদের সেবা করার জন্য দায়িত্ব প্রদান করেছে। সেখানে এই ধরনের কোন ঘটনা ঘটলে সেটা অফিসের বদনাম হয়। তাই আমি এই ব্যবস্থা নিয়েছি।