দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদনের পর কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নতুন পিসিআর মেশিন।
বুধবার (২৪ মার্চ) সকালের মধ্যে নতুন মেশিন স্থাপনের কার্যক্রম সম্পন্ন করা গেলে দুপুর থেকে এই মেশিনে পরীক্ষা করা যাবে।
এমনটাই জানিয়েছেন জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম।
গত ২২ মার্চ নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে স্থাপিত একমাত্র সরকারি পিসিআর মেশিনটি অচল হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে মেশিনটি সচল অথবা নতুনভাবে প্রতিস্থাপন করার জন্য আবেদন
করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আবেদনের প্রেক্ষিতে গতকাল (মঙ্গলবার) নতুন মেশিন পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম বলেন, সরকারি মেশিনটি বিকল হয়ে পড়ায় সংগৃহীত নমুনা রূপগঞ্জ উপজেলার বেসরকারি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। নতুন পিসিআর মেশিন পাঠানো হয়েছে। এটি আগামীকাল সকালের মধ্যে স্থাপন করা গেলে দুপুর থেকে সরকারি মেশিনেই পরীক্ষা শুরু করা যাবে।
প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাব নারায়ণগঞ্জে বেড়ে গেলে গত বছরের ৬ মে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে সরকারি পরীক্ষাগারের উদ্বোধন করা হয়। এই পরীক্ষাগারে স্থাপিত আরটি-পিসিআর মেশিনটি দৈনিক ২৮০ জনের নমুনা পরীক্ষা করার ক্ষমতাসম্পন্ন। এই হাসপাতালে পিসিআর মেশিনের পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমও চলমান রয়েছে।