দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে ২ মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার (২১ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী সংলঘœ ৫নং মাছঘাট নেওয়ার সময় ৭ ড্রাম নিষিদ্ধ জাটকা মাছসহ তাদের আটক করতে সক্ষম হয়।
ধৃত মাছ ব্যবসায়ীরা হচ্ছে বন্দর থানার রেলী আবাসিক এলাকার মাছ ব্যবসায়ী মোঃ সাঈদ(৫৫) ও বন্দর ২২নং ওয়ার্ডস্থ লেজারার্স এলাকার আল আমিন(৩০)।
জানাগেছে, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী সংলঘœ ৫নং মাছঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ২ মাছ ব্যবসায়ী সাঈদ ও আল আমিনকে নিষিদ্ধ জাটকা মাছ বিক্রির অপরাধে আটক করে। ওই সময় তাদের ট্রলারে তল্লাশীকালে ৭ ড্রাম নিষিদ্ধ জাটকা মাছ জব্দ করা হয়।
পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাছ ব্যবসায়ীকে ৫হাজার টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা করে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান ফারুক ও প্রসিকিউর শাহরিয়ার সালমা।
এদিকে ৫নং মাছঘাট এলাকার একাধিক মৎস ব্যবসায়ীরা জানান,সরকারের নিষিদ্ধ জাটকা মাছ বিক্রি নিষিদ্ধ থাকলে সরকারী নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অধিক মুনাফার লোভে নিষিদ্ধ জাটকা বিক্রির হোতা আহাম্মদ আলী প্রতিদিনই শতশত ড্রাম নিষিদ্ধ জাটকা মাছ অবাধে বিক্রি করে আসছে। এবং তার সাথে রয়েছে সাঈদ ও আলআমিন।
বন্দর থানার একরামপুর ইস্পাহানি বাজার,নবীগঞ্জ বাজার,বন্দর বাজার,সোনাকান ্দা বাজার,বউ বাজারসহ বন্দরের বিভিন্ন অলিগলিতে দেদারসে চলছে নিষিদ্ধ জাটকা মাছট বিক্রির মহৌৎসব। আর এ উৎসকে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে সাঈদের শ্যালক মহিউদ্দিন সিদ্দিকী। গত বৎসরে এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায়,ফেসবুক,অনলাইনে লেখালেখি হলেও বন্ধ হয়নি মহিউদ্দিন ও তার ভগ্নিপতি সাঈদের।
এ বৎসরও নিষিদ্ধ জাটকা বিক্রির মহা উৎসবে মেকে উঠেছে তারা দুজনই। অবশেষে ভগ্নিপতি সাঈদ ও আল-আমিন র্যাব কর্তৃক হাতে নাতে নিষিদ্ধ জাটকা মাছসহ আটক হলে মহিউদ্দিন ধরাছোয়ার বাইরে থাকে। তাই প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আমাদের অনুরোধ নিষিদ্ধ জাটকা সন্ত্রাসীদের অচিরেই প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করার জোর দাবী জানাচ্ছি।