দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে আগামী দুই বছরের জন্য (২০২১-২০২৩) আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন খালেদ হায়দার খান কাজল। এবারো তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ সভাপতি হয়েছেন মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি আমিনুর রশিদ।
সোমবার (২৯ মার্চ) নির্বাচন বোর্ডের সভায় দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান মঞ্জুরুল হক এবং সদস্য হিসেবে রাশেদ সারোয়ার ও মোঃ সোলাইমান বৈধ ঘোষণা তিনজনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৩ জনকে নির্বাচিত ঘোষনা করেন।
নির্বাচিত প্রার্থীদের তালিকা : জেনারেল গ্রুপ ঃমোঃ খালেদ হায়দার খান (সভাপতি), মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল) (সিনিয়র সহ-সভাপতি), আমিনুর রশিদ (সহ-সভাপতি), ফারুক বিন ইউসুফ পাপ্পু (পরিচালক), মোঃ নাজমুল আলম (পরিচালক), মোঃ এহসানুল হাসান (পরিচালক), ইমতিনান ওসমান (পরিচালক), মোহাম্মদ সাইফুল ইসলাম (পরিচালক), খন্দকার সাইফুল ইসলাম (পরিচালক), সৌমিক দাস (পরিচালক), রতন কুমার সাহা (পরিচালক), মোঃ সেলিম সারোয়ার (পরিচালক)।
অ্যাসোসিয়েট গ্রুপ : শ্যামল কুমার সাহা (পরিচালক), শাহাদাত হোসেন ভূইয়া, আরিফ দিপু (পরিচালক), আশিকুর রহমান (পরিচালক), সোহেল আক্তার (পরিচালক) ও মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ (পরিচালক)।
ট্রেড গ্রুপে অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, সাবেক এমপি (সংরক্ষিত মহিলা আসন)।
(সূত্র: নিউজ নারায়ণগঞ্জ)