দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার তক্কারমাঠে শামীম-শান্ত সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী।সন্ত্রাসী কর্মকান্ড কোন ভাবেই থামানোতে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ প্রশাসন।
বরং কথিত আওয়ামী লীগ নেতা চাচা সানোয়ার হোসেন জুয়েলের শেল্টারে থেকেই দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে এই শামীম ও শান্ত।
প্রায় সময়ই তক্কারমাঠ ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের নিয়ে চলে মহড়া।যার ফলে তক্কারমাঠ একালায় তৈরী হয়েছে বিশাল কিশোর গ্যাং।তাদের নিয়ে চলে মাদক ব্যবসা ও চাঁদাবাজী সহ বিভিন্ন অপরাধ।থানায় রয়েছে একাধিক অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে তারপরও পুলিশ নিচ্ছে না কোন জোড়ালো ব্যবস্থা এই বাহিনীর বিরুদ্ধে।
গত ৯ মার্চ মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে শামীম ও শান্ত বাহিনীর হামলার শিকার হয় ৬জন।ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তাদের।
এদের মধ্যে কয়েকজন ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং কেউ কেউ সুস্থ্য হয়ে বাড়ী ফিরেও নিরাপদহীনতায় ভূগছে।
এ নিয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।অন্যদিকে একই রাতে শামীম ও শান্ত বাহিনী প্রবাসী
আব্দুল করিমের স্ত্রী আছিয়ার কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় তাকেও মারধর করে।
এ ঘটনায় আছিয়া ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।অপরদিকে একই দিন রাতে তক্কার মাঠের জাকিরের ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শামীম-শান্ত বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় জাকির বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক একটি
অভিযোগ দায়ের করেন।একি দিনে পরপর তিন অভিযোগ হবার পরও ধরা ছোয়ার বাহিরে শামীম-শান্ত।
স্থানীয় সূত্র জানায়, তক্কারমাঠ ও আশপাশের এলাকা শামীম ও শান্ত বাহিনীর কাছে জিম্মী হয়ে আছে দীর্ঘদিন ধরে। এই এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজী ও মাদক ব্যবসার একক নিয়ন্ত্রণ তাদের হাতে।
জেলা ছাত্রলীগের সাবেক নেতা সানোয়ার হোসেন জুয়েলের শেল্টাওে থেকেই শামীম-শান্ত বাহিনী বিভিন্ন ধরনের সন্ত্রাসী
কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন ধরে। এসব সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলেই তাকে মারধর কিংবা হামলার
শিকার হতে হয়। শামীম-শান্ত বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় প্রায় সময় অভিযোগ হলেও পুলিশ তাদেও বিরুদ্ধে কোন
ব্যবস্থা গ্রহন না করায় শামীম-শান্ত বাহিনী দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে। এই বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগী মহল।
তারা অভিযোগ করে এই বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডের কারণে তক্কারমাঠ,পিলকুনী, স্টেশন এলাকার বাসিন্দারা জিম্মী হয়ে পরেছে। গত দুইদিনে এই বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।শামীম-শান্ত বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয় ভুক্তভোগী মহল।