দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ‘৭১ এর পরাজিত পাক হানাদার বাহিনীর দোসর জামাত-হেফাজত-বিএনপি-মৌলবাদ সন্ত্রাসীদের রুখে দাঁড়াও বাংলাদেশ’এই স্লোগানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা প্রতিবাদ সভা করে।
সোমবার (২৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জজ আদালতের সামনে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদ সভাটি
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,আজকে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে।একটি দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে এই সুবর্ণ জয়ন্তীতে।এটা দেশের সুনামের ও গর্বের কিন্তু হেফাজত,বিএনপি, জামায়াত,মৌলবাদিরা এর বিরোধীতা করে দেশে নৈরাজ্য চালিয়ে দেশের মানুষের জীবন দূর্ভোগ্য করে তুলেছে।বিভিন্ন জেলায় চালিয়েছে তান্ডব।অগ্নিসংযোগ সহ হামলা, ভাংচুর করেছে।
এতে অনেক পুলিশ ও সাংবাদিক আহত হয়েছে।তাদের এই জ্বালাও পোড়াও তান্ডবের প্রতিবাদ ও নিন্দা জানাই আমরা এবং আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।যাতে কেউ আর এই জ্বালাও পোড়ায় ও ভাংভুর করতে না পারে।
সেই সাথে আমরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এবং ৭১ এর পরাজিত পাক হানাদার বাহিনীর দোসর জামাত-হেফাজত-বিএনপি-মৌলবাদ সন্ত্রাসীদের রুখে দাঁড়াতে আগামীকালও আমরা কার্যক্রম হাতে নিয়েছি।তাদের এই জ্বালাও পোড়ায় কর্মকান্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করতে মাঠে থাকবো।
এসময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এড.মনিরুজ্জামান বুলবুল,সাবেক পাবলিক প্রসিকিউটর এড.এস এম ওয়াজেদ আলী খোকন,এড.মাসুদুর রউফ,জিপি এড.মেরিনা বেগম,মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এড.সেলিনা ইয়াসমিন,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড.সুইটি ইয়াসমিন, এড.বিভা রানী কর্মকার,
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এড.রবিউল ইসলাম রনি,কোষাধ্যক্ষ এড.মনিরুজ্জামান কাজল,আপ্যায়ন সম্পাদক এড. স্বপন ভূইয়া, লাইব্রেরি সম্পাদক এড. মাহামুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক, সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক এড. আসাদুর রহমান বিপ্লব, সমাজসেবা সম্পাদক এড. ইসরাত জাহান ইনা, কার্যকরী সদস্য এড.রোমানা আক্তার ,এড. আবু তাহের তালুকদার , এড.কামরুল হাসান, সিরাজুল হক মিলন, শরীফুল ইসলাম প্রমুখ।