দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন(বি এম এম আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন)কর্তৃক আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার( ২মার্চ) বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাস ভবন,৮নং গোগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাজেক প্রধান স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
এসময় দিনব্যাপী কোরআন তেলোয়াত, আযান, গজল, হামদ ও নাত প্রতিযোগিতা, গোগনগর ইউনিয়নের জাতীয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা পুরষ্কার প্রদান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন, বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, ২ রা মাচ সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহমেদ সভাপতিত্বে
প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফয়েজ উদ্দিন আহমদ লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন, আজকে আমি গোগনগর এসেছি অনেকদিন পর। আজকে আমাকে এখানে যে কাজে আনা হয়েছে তার যোগ্যতা আমি রাখি না। বাংলার বীর সন্তানদের সম্মান দেওয়ার যোগ্যতা আমি রাখি না।তবে আজকে যারা আমাকে এখানে এনেছে তা আমি হৃদয়ে ধারণ করে রাখবো এবং নিয়ে যাবো। আমি যেমন করে দেশকে ভালোবাসি তেমনে আমি মুক্তিযোদ্ধাদের ভালোবাসি।
বাংলাদেশ যতদিন থাকবে এই মুক্তিযোদ্ধাদের ঋন আমরা শোধ করতে পারবো না।তাদের এই অগ্নিঝরা মাসে শ্রদ্ধাভরে স্মরণ করি। মুক্তিযোদ্ধাদের বিষয়ে কিছু বলতে বলা হলে আমি তা বলতে পারি না কারন আমি মুক্তিযুদ্ধ দেখি নাই। হয়তো আমার এক দুই বছর হবে তখন যখন মুক্তিযুদ্ধ হয়েছে । তখন আমি মুক্তিযুদ্ধের মানে বুঝি নাই। ৯খন্ডের এক দলিল দেখে আমি যা পড়েছ তা বুঝেছি তা বুকে ধারণ করেছি।তাই বিশ্বাস করি।
তিনি আরো বলেন, একজন মানুষের সার্থকতা তার মৃত্যর পর তাকে মনে করা। সাধারণ মানুষের মৃত্য জীবানুপাত হয় কিন্তু একজন নেতার মৃত্য মানুষের মনে থাকে। তারই উজ্জ্বল উদাহরণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে যারা কোরআন তেলোয়ার প্রতিযোগীতা করেছে তার প্রশিক্ষকদের কাছে আমার অনুরোধ থাকবে আপনেরা তাদের বাংলা সহ অনুবাদ শিখাবেন যাতে তারা এহকাল ও পরকাল সম্পর্কে জানে।
একজন দর্জির কাজ কি একটা কাপড়কে ঠিকঠাক করা। আর যদি একজন দর্জিকে পুরো দেশের জন্য কাজ দেওয়া হয় তাহলে সে দেশকে ঠিকঠাক করতে কাজ করবে। আমাদের যুব সমাজ যখন হারিয়ে যেতে ছিলো তখনি এই যুব সমাজ এভাবে এগিয়ে এলো।তাদের এই এগিয়ে আসায় যুব সমাজ হারিয়ে যাবে না।এই যুবকরা সবাইকে এক সাথে গেঁথে রাখবে তাদের এই মহৎ উদ্যোগে।
সালমা ওসমান লিপি আরো বলেন, যারা মাইক হাতে নিয়ে মিথ্যাচার অপপ্রচার করছেন আপনাকে বলছি আপনার হাতে মাইক হাতে বলে আপনে অপপ্রচার মিথ্যাচার করবেন না।যখন আপনার হাতের মাইক সাধারণ মানুষের হাতে চলে যাবে তখন আপনে মিথ্যাচার কিভাবে করবেন।অন্যের সম্পদ দখল বন্ধ করুন।
বি.এম.এম.আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সহ-সভাপতি মোঃআবু সাঈদ শিপলু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমাহবুব হাসান রনি,সদস্য মোঃইমরান হোসেন,মোঃমেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভাইস চেয়ারম্যান মেজর অবঃমোব্বাসিরুল এবাদ,
নারায়ণগঞ্জ জেলা ইউনিট নারায়ণগঞ্জ জেলার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন,নারায়ণগঞ্জ থানা কমান্ড সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী,বিএম এম আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আবু সাইদ চান্দু,
সালিশ দক্ষিন মসিনাবন্দ সমাজ মোঃজাহির হোসেন,সাধারণ সম্পাদক ইদ্রি আমিন ইব্রাহিম খলিল,বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন তপু,বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃসাফায়েত আলম সানি, বিএম এম আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.মোস্তাফিকুর রহমান সুমন,প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মোঃমাসুদ হোসেন রানা,প্রবাসী লীগ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু,গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃনূর হোসেন সওদাগর,বিএম এম আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ডা.সাদিকুর রহমান,
প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান মোঃমিজানুর রহমান সোহাগ,মুক্তিযোদ্ধা প্রবাসী সন্তান কমান্ড চেয়ারম্যান মোঃসাইদুর রহমান,শহীদনগর সমাজ প্রধান মোঃআনোয়ার হোসেন দেওয়ান,গাজী কামাল হোসেন,মোঃজাকির মাহমুদ,বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান স্ত্রী জাহানারা বেগম প্রমূখ।