দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: “বয়স যদি আঠারো হয়,ভোটার হতে দেরী নয়”এই স্লোগানে নারায়ণগঞ্জ জেলায় পালিত হলো জাতীয় ভোটার দিবস -২০২১।
মঙ্গলবার(২ মার্চ)সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয় দিবসটি।
এর আগে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে একটি বনাঢ্য র্যালি বের হয়।
আলোচনা সভাটি নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাইন বিল্লাহ বলেন, একজন মানুষের একটা বৃদ্ধা আঙুলের ইশারায় সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ হয়েছে তাকে আমরা এই স্বাধীনতার মাসে শ্রদ্ধাভরে স্মরন করি প্রথমেই।যারা নতুন ভোটার তাদের প্রত্যেককেই ভোটার হওয়া জরুরি।তাদের ভোটের মাধ্যমে একটা দেশের উন্নয়ন নির্ভর করে।
তিনি আরো বলেন, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।তা না করে আমরা যাতে একটু চিন্তা করি মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের উন্নয়নে যারা কাজ করে তাদের পক্ষে বিবেক দিয়ে চিন্তা করে ভোট দিবো।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ূর রহমান বলেন,সবাই সবার অবস্থান থেকে যদি আমরা সঠিক তথ্য দেই তাহলে আমাদের নির্বাচন অফিসে ভোটারদের তথ্য হালনাগাদ করতে ভূল হবার সম্ভাবনা থাকে না।
তিনি আরো বলেন,আপনেরা যদি ভোটার আইডি কার্ড দুইভাবে করতে পারবেন কাজের স্থানের ক্ষেত্রে যে স্থানে থাকেন তার জন্য অস্থায়ী ভোটার আইডি কার্ড করতে পারবেন সাময়িকের জন্য কিন্তু স্থায়ী যে ঠিকানা সেটায় থাকবে স্থায়ীয় ভোটার আইডি কার্ড এবং সেই কার্ড দিয়েই নির্বাচনের সময় ভোট দিতে পারবে।
উপজেলা নির্বাচন অফিসার আফরোজা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃশামীম বেপারি,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃমনিরুজ্জামান বকাউল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইসহাক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরদার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের
সভাপতি খালেদ হায়দার খান কাজল,মহিলা অধিদপ্তর উপ পরিচালক কানিজা ইয়াসমিন,নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আকসি,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৩,১৪, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪,৫,৬ নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার বেগম প্রমূখ।