দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার ( ১৬ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাউছার আশা এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। দলে তার অবদান বলে শেষ হবার নয়। তাকে হারিয়ে দল একজন অভিভাবককে হারিয়েছে। আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।