দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিশ্ব মানবতার মা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়ে নারায়ণগঞ্জের রহমত উল্লাহ মার্কেটের উপর আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা বহাল থাকা স্বত্তেও সিটি মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন ক্ষমতার বলে মার্কেটটি গুড়িয়ে দিলো কেনো তার “জবাব চাই”চেয়েছে রহমত উল্লাহ মার্কেটের দোকান মালিকগন ও সোহরাওয়াদী মার্কেট এর সকল ব্যবসায়ীবৃন্দ।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ জবাব চায় মার্কেট এর সকল ব্যবসায়ীবৃন্দরা।
রহমত উল্লাহ মার্কেটের দোকান মালিকের সভাপতি বাবুল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। সভাপতির বক্তব্যে বাবুল দেওয়ান বলেন, আজ থেকে ৩দিন আগে ঐতিহাসিক ৭ মার্চ চলে গেছে। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষনে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।আমরা আমাদের মানবতার মা শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি যে আমাদের রহমত উল্লাহ মার্কেট দোকান মালিকদের দোকান বসার সুযোগ দেন।
কারন সরকার বাংলাদেশের অনেক সরকারি জায়গা আছে যা দখল করে নিয়ে বিভিন্ন কাজকর্ম পরিচালনা করছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের সেই সরকারি জায়গায় মার্কেট খুলে দোকান মালিকদের কিছু দিয়ে বসার সুযোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি বাবুল দেওয়ান,জীবন সরকার, খালেকুর জাম্মান, আবুল কালাম, এবাইদুল ইসলাম, জসিম উদ্দিন সেন্টু, হাতেম বারী, সানাউল্লাহ, কাইউম আয়াত, আব্দুল মতিন, ছিদ্দিকুর রহমান, সাব্বির,লাল মিয়া, ফরিদ আহম্মেদ, বাবুল আহমেদ, খালেক জামান, বিমল সূত্রধর প্রমূখ।