দ্যা বাংএক্সপ্রেস ডটকম: রূপগঞ্জের রূপসী এলাকায় বাইতুল মামুর জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৭ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাইতুল মামুর জামে মসজিদের ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে মসজিদ থেকে মুসল্লিরা বাইরে বেরিয়ে যান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গণি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে মসজিদটির মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মসজিদ কমিটি দাবি করেছে।
বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।