দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পুর্নবাসনের দাবীতে নারায়ণগঞ্জে হকারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সাংবাদিক পথচারিসহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়ার জন্য সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি কর হয়।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধায় নগরীর বিবি রোডস্থ প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুর্নবাসনের দাবিতে বিকাল থেকে নগরীর চাষাড়া চত্বর ও প্রেসক্লাবের মূল ফটকের সামনে হকাররা অবস্হান নিয়ে বিক্ষোভ শুরু করে।
এসময় হকারদের ছএভঙ্গ করার জন্য পুলিশ দাওয়া দিলে হকাররা ছএভঙ্গ হয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
পরে হকাররা পুনরায় বিবি রোডস্হ সুগন্ধাপ্লাস ও কালিরবাজার গ্রীনলেন্স মোড়ে অবস্হান নিয়ে সড়ক অবরোধ করে আগুন ধরিয়ে দেয়। এসময় দীর্ঘ এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনতে হকার নেতা আসাদুজ্জামান আসাদকে আটক করে পুলিশ।
এ বিষয়ে সদর থানার ওসি শাহজামান বলেন, হকার বসা নিয়ে হকারদের একটি গ্রুপ মিছিল বের করে জনস্বার্থে ব্যাঘাত ঘটায়। এসময় পুলিশ তাদের বাধা দেয়।
পরে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনতে একজনকে আটক করে। এসময় হকাররা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।