দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ২৮ মার্চ সারাদেশব্যপী হরতাল কর্মসূচীতে নারায়ণগঞ্জ জেলায় যানবাহন অগ্নিসংযোগ সহ জ্বালাও পোড়াও ভাংচুরের মামলায় গ্রেফতার না করার দাবীতে ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি প্রদান করা তারা।
এসময় স্মারকলিপিতে উল্লেখ করা হয় ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন। যার নিবন্ধন নং ০৩৪।এই সংগঠনটি ১৯৮৭ সালে পীর চরমোনাই হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহ.প্রতিষ্ঠা করেছেন।বর্তমান এ সংগঠনের আমীরের দায়িত্বে আছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
যিনি অত্যন্ত বিচক্ষণ ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।এই সংগঠন একটি নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল সংগঠন। আইনের প্রতি শ্রদ্ধাশীল ও কোন প্রকার জ্বালাও পোড়াও সমর্থন করে না।
গত ২৮ মার্চ সারাদেশব্যপী হরতাল কর্মসূচীটি শান্তিপূর্ণভাবে পালন কালে যে জ্বালাও পোড়াও করেছে এর প্রকৃত দোষীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।কিন্তু এই জ্বালাও পোড়াও মামলায় মিথ্যাভাবে ও অন্যায় ভাবে যাতে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কাউকে গ্রেফতার না করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ নূর হোসাইন,সাধারণ সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মীরা।