দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়ার নিজস্ব অর্থায়নে ১০-১৫টি পরিবারের পানি সরবরাহ’র জন্যে একটি নলকূপ স্থাপন করা হয়েছে।
সারাদেশে অদৃশ্য করোনা ভাইরাসের মহামারিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া কঠোর লকডাউন চলমান রয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিংলাবো গ্রামে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়ার নিজস্ব অর্থায়নে মো.শুকুর আলী’র বাড়িতে ১০-১৫টি পরিবারের জন্যে খাবার পানি ও রান্না’র কাজে ব্যবহার উপযোগী আর্সেনিক মুক্ত নলকূপ স্হাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম, মো.হেলাল,আঃ সাও্বার,মোসলেউদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া বলেন,সারাদেশে করোনা কালীন সময়ে অসহায় দরিদ্র মানুষের পাশে কিছু দিয়ে সহযোগিতা করতে পারলে মনে শান্তি পাই। তিনি আরো বলেন অসহায় পরিবারের পাশে আমার সহযোগিতার হাত চলমান রয়েছে।