দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: প্রতিদিনের ন্যায় রাতেও জেলা প্রশাসক নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ সদরের কালীর বাজার, খানপুর, চাষাড়া রেল স্টেশন, কুমুদিনী মোড়, ১নং রেল স্টেশন, শহীদ মিনারের পাশ্ববর্তী এলাকা ও চাষাড়ায় অসহায়, ছিন্নমূল ও নিরন্ন মানুষের মাঝে সেহরি বিতরন করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল জব্বার।
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে বিতরণ করা হয় সেহেরি।
এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল জব্বার বলেন, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের কাছে জেলা প্রশাসনের পক্ষ হতে সেহরি তুলে দিতে পেরে পরম আতœতুষ্টি অনুভব করলাম।
পারস্পরিক সমবেদনা, সহমর্মিতা ও সহানুভূতি প্রদর্শনে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের এ উদ্যোগ নিশ্চয়ই মানুষের প্রতি মানুষের কর্তব্যে পালনের প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।