দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনাভাইরাস(কোভিড-১৯)সংক্রামণ জনিত কারনে কর্মহীন হয়ে পড়া নারায়ণগঞ্জ জেলার মোট ২০০ জন সংস্কৃতিসেবী ও শিল্পীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন।
বৃহস্পতিবার(২৯ এপ্রিল)সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে আমলাপাড়া গালর্স স্কুলে বিতরণ করা হয় এ মানবিক সহায়তা।প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ ও আলু।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সমাজের বিত্তবান ও সার্মথ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
এছাড়াও তিনি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনাগুলো প্রতিপালনের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান বকাউল,জেলা কালচারাল অফিসার রুনা লায়লা,নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর জব্বার সহ সরকারি অন্যান্য কর্মকর্তারা।