দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহামারী করোনাভাইরাস ২য় ঢেউ মোকাবেলায় ৩য় বারের মতো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, অসহায়, দু:স্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোস্তাইন বিল্লাহ।
রবিবার( ২৫ এপ্রিল)দুপুর ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ডিসি এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, আলু, তেল, ডাল, পেয়াজ ও লবণ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক মনিরুজ্জামান বকাউল, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ,আব্দুর জব্বার।
ত্রান বিতরণ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ‘আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহবান জানাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্যও সবার কাছে দোয়া চাই।