দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া নারায়ণগঞ্জ জেলার ৩০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে প্রধানমন্ত্রী কতৃক উপহার খাদ্য সামগ্রী বিতরণ করে নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার(২৯ এপ্রিল)দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বিতরণ করা হয় এ খাদ্য সামগ্রী।প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ ও আলু।
খাদ্য সামগ্রী বিতরণের পূর্বে নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি এবং নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহধর্মিণী নাসরিন সুলতানা বলেন,প্রথমে আমাদের শুকরিয়া আদায় করতে হবে মহান রাব্বুল আলামিনের কাছে।কারন অনেক মানুষ অনেক মানবেতর জীবনযাপন করছে এ করোনা মহামারিতে।
অনেকে হাসপাতালের শয্যাশায়ী।সে তুলনায় আমরা অনেক ভালো আছি।আর আজকের এই তোমাদের ত্রান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া হয়েছে। তোমরা আমাদের প্রধানমন্ত্রীর জন্যও দোয়া করবে।
নারায়ণগঞ্জ সদর ইউএনও আরিফা জহুরা বলেন,নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে যে সকল নারী খেলোয়ারা অবদান রেখেছে এবং জেলার সুনাম অর্জন করেছে এমন ৩০জন নারীকে আজকে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া হচ্ছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক জেলা মহিলা পরিষদের সভাপতি আঞ্জুমান আরা আকসি সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন মহিলা কর্মকর্তা।