দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সরকারের কঠোর লকডাউনের ১১তম দিনে নারায়ণগঞ্জ শহরের চিত্র অনেকটকা স্বাভাবিক। স্কুল, কলেজ, দোকান পার্ট, মার্কেট, গণপরিবহন বন্ধ থাকলেও শহরে লকডাউন বলতে কোন চিহ্নই দেখা যাচ্ছে না।
শনিবার(২৪ এপ্রিল) সকাল থেকে লকডাউন ব্যতীত স্বাভাবিক দিন গুলোর মতোই চলছে যানবাহন ও সাধারণ মানুষ এমনই দেখা যায় ঘুরে।
সকালে কিছুটা চাষাড়া মোড়ে পুলিশের নজরদারী দেখা গেলেও কয়েক মিনিট পর সেই আগের দিনের মত লকডাউন ছাড়া অবস্থা দেখা যায়। স্বাভাবিকভাবেই চলতে থাকে গাড়ী।অন্য দিকে অন্য দিনের তুলনায় সাধারণ মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছে। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফেরে যাচ্ছে
নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু ট্রাফিক পয়েন্ট ঘুরেই দেখা যায় এ চিত্র।কোথাও নেই পুলিশের বিশেষ কোন নজরদারী।যে যার মত চলাচল করছে।ট্রাফিক পুলিশেরাও অবসর সময়ে যেভাবে আড্ডাতে মগ্ন থাকে তারই চিত্র দেখা যায়।
বিশেষজ্ঞরা মনে করছে আগামী ২৫ এপ্রিল থেকে সকল দোকান,মার্কেট, শপিংমল খুলে দেবার পর থেকে দেশে সর্বাত্মক লকডাউন বলতে কোন সরকারি নির্দেশনা আছে বলে বুঝা যাবে না।কারন মার্কেট খুলার পরই লোকাল বাস মালিকরাও দাবী করবে তাদের বাস চালু করার জন্য।
সরকার বাধ্য হয়ে তাদেরও বাস চালু করবে।এর ফলে মানুশের চলাচল আরো বৃদ্ধি পাবে। দোকান,মার্কেট, শপিংমলে সামনে ঈদ উপলক্ষ্যে মানুষ আসবে গণপরিবহন ব্যবহার করবে ফলে করোনার সংক্রামণ বৃদ্ধি পাবে।