দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে ৮ম দিনে নারায়ণগঞ্জ শহরে অন্যদিনের তুলনায় স্বাভাবিকভাবে চলছে জনজীবন।
বুধবার(২১ এপ্রিল)সকাল থেকেই ঘুরেই দেখা যায় লকডাউনের অন্যদিনের তুলনায় আজ স্বাভাবিকভাবেই সব কিছু চলছে।
চাষাড়া গিয়ে দেখা যায় পুলিশের কাজের তৎপরতা থাকলেও অন্যদিনের থেকে আজ গাড়ী একটু কমই চলছে শহরে।অন্যদিন শহরে যানজটের চিত্র দেখা গেলেও আজ একেবারে ফাঁকা ফাঁকা শহর মনে হয়। রিকশা,মিশুক,অটো,সিএনজি প্রাইভেট কার সহ মালবাহী গাড়ীর সংখ্যা নগণ্য দেখা যায়।
অন্যদিকে মানুষদের চলাচলও একটু কম দেখা যায়।কিন্তু বাজার গুলোতে একটু ভিন্ন চিত্র দেখা যায়।বাজার কিনতে ক্রেতাদের ও হাসপাতালগুলোতে করোনার টিকা নিতে উপচে পড়া ভীড় দেখা যায়। মার্কেট গুলো বন্ধ থাকায় সেখানের পরিস্থিতি স্বাভাবিকই ছিলো তবে জরুরি প্রয়োজনীয় সহ নিত্য পন্যের দোকানগুলোতেও কিছু সংখ্যক মানুষের ভীড় দেখা যায়।