দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে পরিতক্ত অবস্থায় ৬০ মন নিষিদ্ধ জাটকা মাছ ও একটি মাছ ধরার কাঠের ইঞ্জিন চালিত ট্রলার আটক করার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করারর খবর জানাতে পারেনি নৌ-পুলিশ।
সোমবার ভোর ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেরশ^রী নদীর পাড় থেকে নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধারসহ মাছ বহনকারি ওই ট্রলারটি আটক করতে সক্ষম হয় পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যেক্ষদৃশি গনমাধ্যমকে জানিয়েছে সোমবার ভোর ৫টায় কলাগাছিয়া নৌ ফাঁড়ী ইনর্চাজ মোঃ জহিরুল হকসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেরশ^রী নদীর পাড়ে অভিযান চালায়।
অভিযান কালে অসাধু জেলেসহ মৎস আড়ৎদার মহনপুর এলাকার ফারুকসহ অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে নৌ-পুলিশ ইঞ্জিন চালিত ট্রলার রক্ষিত অবস্থায় ৬০ মন নিষিদ্ধ জাটকা উদ্ধারসহ মাছ বহনকারি কাঠের ইঞ্জিন চালিত ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।
পরে নৌ পুলিশ উদ্ধারকৃত ৬০ মন জাটকা মাছ স্থানীয় হোসেনিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিম খানাসহ হত দরিদ্রদের মাঝে জাটকা মাছ বিতরণ করে। উদ্ধারকৃত জাটকা মাছের মূল্য আনুমানিক ৭ লাখ ২০ হাজার টাকা বলে নৌ-পুলিশ সূত্রে জানিয়েছে।