দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার পশ্চিম তল্লার জামাই বাজার এলাকায় তিন তলা ভবনের ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আলেয়া বেগম (৪০) শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার ( ২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয় নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।বিস্ফোরণে মৃত্য আলেয়া বেগমের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়ে ছিল।
বাচ্চু মিয়া জানান,রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগমের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ ভাগ অংশ পুড়ে গিয়েছিলো।
উল্লেখ্য যে গত শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ছয়টার দিকে ফতুল্লার তল্লা জামাই বাজার এলাকার মফিজুল ইসলামের নির্মাণাধীন চারতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণে ঘরের দুইটি দেয়াল ধসে পড়ে।বিস্ফোরণে কয়েকজন নারী ও এক শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়।দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের সদর জেনারেল (ভিক্টোরিয়া)হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।বর্তমানে বার্ন ইউনিটের আইসিইউতে
আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন মৃত আলেয়া বেগমের স্বামী হাবিবুর রহমান ও শাশুড়ি সামান্তা বেগম। এ ছাড়া বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন সামিউল, মীম, তার ৩ মাস বয়সী ছেলে মাহির ও লিমন।