দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস প্রতিরোধে বন্দর থানা আওয়ামীলীগের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে পথচারী ও চালকদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা ও ২৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু’র সার্বিক তত্বাবধানে মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদের সভাপতিত্বে নাসিক ৯টি ওয়ার্ডে মাস্ক বিতরণ করেন ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুম আহমেদ, বন্দর থানা আওয়ামীলীগ নেতা শহিদুল হাসান মৃধা,
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান কমল,ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ, যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ,ডালিম হাসান,রাজু আহমেদ,আকিব হাসান রাজু প্রমুখ।