দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
রোববার (১৮ এপ্রিল) এ বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, সারাহ বেগম কবরী তিনি নারায়ণগঞ্জ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এছাড়াও তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র।
তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্রের বিকাশে তার অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা সাহারা বেগম কবরীর রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।