দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আনোয়ার হোসেন (৩২), মো. মনির হোসেন (৩৫), মো. রওশন আলী (৩৫) ও মো. আক্তার হোসেন (৩০)।
এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি রামদা ও একটি ছোড়া উদ্ধার করা হয়।
র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। সংঘবদ্ধ ডাকাত চক্রটি বড় দোকান টার্গেট করে অতর্কিত হামলা করে। অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে দোকান লুট করে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে দোকানে ও চলন্ত গাড়িতে ডাকাতি করে আসছে। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এ চক্রের সদস্যরা জড়িত ছিল।