দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাক্সনের ২য় ডোজ গ্রহন করেছে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান স্বপরিবারে।
মঙ্গলবার(১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের কোভিড টিকাদান কেন্দ্রে থেকে এ
ডোজ গ্রহণ করেন।
করোনাভাইরাস ভ্যাক্সিনের ২য় ডোজ গ্রহন করতে সকালে প্রথমে হাসপাতালে সাংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সহধর্মিণী জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি,ছেলে ইমতিহান ওসমান অয়ন ও মেয়ে অঙ্গনা আসেন।পরে দুপুরে হাসপাতালে এসে সাংসদ শামীম ওসমান ২য় ডোজ গ্রহন করেন।
এসময় শামীম বলেন, সকলেরই কাছে একটাই অনুরোধ আপনারা দুইটি জিনিস করবেন। একটা হচ্ছে যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা আরেকটা হচ্ছে দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সাথের মানুষকে সচেতন করেন।অন্যথায় আমরা কিন্তু বড় ধরনের হুমকির মধ্যে পড়ে যাবো। আমরা বিষয়টাকে হালকাভাবে নিচ্ছি কিন্তু এই রোগটা কিন্তু হালকা না।সময়মতো টিকা নিন। সরকার একার পক্ষে সম্ভব না। আমাদের সবাইকে সচেতন হতে হবে।
এসময় জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম,খানপুর হাসপাতালের আবাসিক তত্বাবধায়ক ডা.আবুল বাসার ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।