দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ মনজুর আলম (২৮) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৩। অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জাফর (৩০) নামে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে বন্দরের এশিয়ান হাইওয়ের মদনপুরস্থ আরকে হাসপাতালের সামনে থেকে মাদক বহনকারি পিকআপ গাড়ী তল্লাশী চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মনজুর আলম কক্সবাজার জেলার রামু থানার পশ্চিম মনির ঝিল এলাকার মৃত মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে ও পলাতক আসামী জাফর মিয়া একই এলাকার বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-৩ সিপিএসসি কোম্পনী টিকাটুলী উপ-পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৪)২১।
থানা সূত্রে জানা গেছে, সুদূর কক্সবাজার এলাকা থেকে ঢাকা মেট্রো ন ১৭-১৪৭০ নাম্বারের একটি পিকআপ গাড়ী বিপুল পরিমান ইয়াবা নিয়ে বন্দর উপজেলার এশিয়ান হাইওয়ে মদনপুরস্থ আরকে হাসপাতালের সামনে অবস্থান নেয়। ওই সময় র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত গাড়ীটি তল্লাশী চালিয়ে ১৯ হাজার পিছ ইয়াবাসহ মনজুর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু হলে পুলিশ ওই মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।