দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লায় ২৫ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে ফতুল্লার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইসমাইল হোসেন ফতুল্লার দৌলতপুর এলাকার হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল ইসমাইল।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দৌলতপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইসমাইলের ঘরে থাকা ২৫ কেজি গাজাসহ ইসমাইলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, ইসমাইলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।