দ্যা বালা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ শহরে চলমান লকডাউনে (কঠোর বিধিনিষেধ) গণপরিবহন ছাড়া সড়কে সব ধরনের পরিবহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে বেশ কিছু সড়কে যানজটও সৃষ্টি হচ্ছে।
এছাড়া বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছে মানুষ, যাদের বেশিরভাগই স্বাস্থ্যবিধি মানছে না।
মঙ্গলবার (৫ মে ) চাষাড়া মোড়, কালিবাজার, দুই নং রেলগেইট, সাইনবোর্ড ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করার পরও কিছুক্ষণ পরপরই সড়কগুলোতে গাড়ির জটলা লেগে যাচ্ছিল।ট্রাফিক পুলিশের তা নিয়ন্ত্রণ করতে খেতে হচ্ছে হিমশিম ।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। ওই দিন থেকেই গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে দিন যত যাচ্ছে, সড়কে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন।
এর মধ্যে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা, রিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বেশি করছে। ফলে যে উদ্দেশ্যে লকডাউন বা কঠোর বিধিনিষেধ দেয়া হয়েছে, তার সুফল পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।
নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে পড়েছে চাষাড়া থেকে দুই নং রেলগেইট (বঙ্গবন্ধু সড়ক),পঞ্চবটি সড়ক,সাইনবোর্ড সড়কে যানজট লেগে থাকা।