দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন বকুলের উদ্যোগে মিলাদ দোয়া ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
রোববার (৩০ মে) বেলা ১২ টায় নগরীর ১৩ নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপারবাড়ী সংলগ্ন এলাকায় এই আয়োজন করা হয়।
এ সময় খাবার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাউছার আশা,
মহানগর বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, বিএনপি নেতামনির হোসেন, হাফেজ সিব্বির আহম্মেদ, মহিউদ্দিন, মিঠু আহম্মেদ, হারুনুর রশিদ কাজল, নুর ইসলাম জানু, জয়নাল উদ্দিন আহম্মেদ বাচ্চু, মহিউদ্দিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।