দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: চলমান মহামারি করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহযোগিতায় জি আর চাউল বধির উন্নয়ন সংস্থা নারায়ণগঞ্জের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
রবিবার(২৩ মে)বিকেল ৩টায় চাষাড়াস্থ বাগান বাড়ি সংলগ্ন উন্নয়ন সংস্থা নারায়ণগঞ্জ কার্যালয়ে বিতরণ করা হয় এ জি.আর চাউল। এসময় ১৪০ জন প্রতিবন্ধীদের মধ্যে এ চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ অনুষ্ঠানটি প্রথমে বধির উন্নয়ন সংস্থার সদস্য হাফেজ মাসুদুর রহমানের কোরআন তেলোয়াত মাধ্যমে শুরু হয়।অনুষ্ঠানটি বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জের মহাসচিব ইউসুফ হাওলাদারের পরিচালনায় ও সঞ্চালনায় এবং বধির উন্নয়ন সংস্থা নারায়ণগঞ্জ সভাপতি মোঃনুরুজ্জামান(বাবু) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
চাউল বিতরণের পূর্বে ইউসুফ হাওলাদার বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের মাননীয় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রতিবন্ধীদের জন্য জি আর চাউল বিতরণ করেছে।শুধু প্রতিবন্ধী সংগঠন না বিভিন্ন সংগঠনকে এ জি আর চাউল বিতরণ করা হয়।আজকে নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও আরিফা জহুরা স্যারের নির্দেশে আমাদের এই সংগঠনের ১৪০ জনের মাঝে এ জি আর চাউল বিতরণ করা হয়।
জি.আর চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা ও
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত থাকার কথা থাকলেও দাপ্তরিক কাজে তারা উপস্থিত হতে পারেন নাই।
বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য বধির উন্নয়ন সংস্থা নারায়ণগঞ্জ নাজমা বেগম সহ অন্যান্য সদস্যরা।