দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ফতুল্লা রেল স্টেশন থেকে বরিশাল টাওয়ার পর্যন্ত বিস্তৃত রাস্তাটি সারাবছর জলাবদ্ধতার কারনে ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী।
বর্ষাকালের বৃষ্টিতে আরো অনুপযোগী হয়ে উঠে চলাচলে রাস্তাটি।স্থানীয় এমপি ও ইউপি প্রতিনিধিদের নেই কোন পদক্ষেপ জলাবদ্ধ নিরসনে।
এ নিয়ে করছে এলাকাবাসী আক্ষেপ।জলাবদ্ধতা থেকে রেহায় পেতে উক্র আসনের এমপি শামীম ওসমান ও চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমানের স্বপনের প্রতি রাস্তাটি সংস্কারের দাবী এলাকাবাসীরা।
মঙ্গলবার(৪ মে)সরজমিনে গিয়ে দেখা যায় ফতুল্লা রেল স্টেশন থেকে বরিশাল টাওয়ার পর্যন্ত রাস্তাটি পানিতে হাটু সমান ডুবে আছে।
স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে এই রাস্তার জলাবদ্ধতা নিয়ে ভোগছে এলাকাবাসী। রাস্তায় জলাবদ্ধতার কারনে ড্রেনের ময়লা পানি এসে রাস্তায় জমে যার ফলে পানি থেকে বের হচ্ছে দূর্গন্ধ।
অন্যদিকে পানি জমে থাকার ফলে বৃদ্ধি পাচ্ছে মশার বংশ বিস্তারের উপদ্রব।এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন দূর্ঘনার ঘটছে রাস্তাটিতে।
উক্ত এলাকাটি নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি এ কে শামীম ওসমানের কাছে রাস্তাটি সংস্কারের দাবী করে এলাকাবাসী বলেন, আমাদের আসনের এমপি শামীম ওসমান বিভিন্ন জায়গায় উন্নয়ন করছে। তিনি নারায়ণগঞ্জ জেলাকে উন্নত জেলা হিসেবে গড়ে তুলছে। তার কাছে আমাদের এলাকাবাসীর একটাই দাবী তিনি রাস্তাটি সংস্কার করে কালভার্টের ও ড্রেন প্রসারিত করার ব্যবস্থা করে যাতে দেন।
এর আগে ফতুল্লা রেল স্টেশনবাসীর এই দুর্ভোগ দীর্ঘদিনের যা নিরসনের জন্য পদক্ষেপ লক্ষ্য করা যায়না স্থানীয় কোনো জনপ্রতিনিধির।
সম্প্রতি ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ তার একটি ফেসবুক স্টেটাসের মাধ্যমে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনের দৃষ্টি আকর্ষণ করে এই সমস্যাটির স্থায়ী সমাধান চেয়ে একটি পোস্ট করেছেন।
যেখানে তিনি উল্লেখ করেছেন ২ টি কালভার্ট ও ড্রেনের লাইন প্রসারিত না হলে এই জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান সম্ভব নয়। এলাকাবাসীর দাবী জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে দ্রুত বিষয়টির উপর সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দৃষ্টিপাত করা উচিত।