দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে কুপ্রস্তাবে রাজি না হওয়া ২ সন্তানের জননী তুলী আক্তার (২৮)কে হাতুরী দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করার অভিযোগ পাওয়া গেছে পুলিশ সোর্স মাসুদসহ তার এক সহযোগী বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকাল ৯টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত ২ সন্তানের জননী গৃহবধূ তুলী আক্তার বাদী হয়ে পুলিশ সোর্স মাসুদ ও তার সহযোগী পাগলা সোহেলকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
নির্যাতিত গৃহবধূ তুলি আক্তার গনমাধ্যমকে জানান, কলাগাছিয়া ইউনিয়নের মুখফুলদী এলাকার সামছুদ্দিন মিয়ার ছেলে পুলিশ সোর্স মাসুদ ও একই এলাকার আবুল মিয়ার ছেলে পাগলা সোহেল মিলে দীর্ঘ দিন ধরে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টায় পুলিশ সোর্স মাসুদ ও তার সহযোগী পাগলা সোহেল আমাকে বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখিয়ে আমাকে আবারও কুপ্রস্তাব দেয়। আমি তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় উল্লেখিত দুই বখাটে আমাকে হাতুড়ী দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করে। পরে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ ব্যাপারে মুখফুলদী এলাকার বাসিন্দা ও পঞ্চায়াত কমিটির সদস্য মোজাম্মেল গনমাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপে কারনে এলাকাবাসী চরম ভাবে অতিষ্ট হয়ে পুলিশ সোর্স মাসুদকে এলাকা থেকে বিতারিত করেছে। গত ১ সাপ্তাহ পূর্বে সোর্স মাসুদ আবারও এলাকায় প্রবেশ করেছে।
সে এলাকা ঢুকে ২ সন্তানের জননীকে কুপ্রস্তব দেয়। এতে ভুক্তভোগী নারী রাজি না হওয়ায় তাকে হাতুড়ি পিটা করে আহত করে। আমরা পুলিশ সোর্স মাসুদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে।